প্রধানমন্ত্রীরদপ্তর
কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস উপলক্ষে আগামীকাল হরিয়ানা সফর করবেন প্রধানমন্ত্রী
Posted On:
10 MAR 2024 11:11AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৪
আগামীকাল অর্থাৎ ১১ মার্চ হরিয়ানার গুরুগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে বেলা ১২টা নাগাদ দেশের বিভিন্ন প্রান্তের ১১২টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগে রূপায়িত হচ্ছে এই প্রকল্পগুলি।
দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে মহাসড়ক পথে যানজট এড়াতে দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা সেকশনটির উদ্বোধন করবেন তিনি। ৮ লেনের দ্বারকা এক্সপ্রেসওয়ের ১৯ কিলোমিটার দীর্ঘ হরিয়ানা সেকশনটি নির্মিত হয়েছে প্রায় ৪,১০০ কোটি টাকা ব্যয়ে। এই মহাসড়ক পথে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযোগ ঘটবে গুরুগ্রাম বাইপাসের।
অন্যান্য যে প্রধান প্রধান প্রকল্পগুলি এদিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তার মধ্যে রয়েছে ৯.৬ কিলোমিটার দীর্ঘ আর্বান এক্সটেনশন রোড-২ - প্যাকেজ ৩ নাংলোই নাজাফগড় রোড সেকশন, লক্ষ্ণৌ রিং রোডের একাংশ সহ অন্যান্য আরও বেশ কয়েকটি মহাসড়ক প্রকল্প।
এই সড়ক তথা মহাসড়ক প্রকল্পগুলি জাতীয় মহাসড়ক নেটওয়ার্কে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের আর্থসামাজিক প্রসার ও উন্নয়নে নানা ভাবে সাহায্য করবে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি শিল্প ও বাণিজ্য প্রচেষ্টাও বিশেষ ভাবে উৎসাহিত হবে।
PG/SKD/AS
(Release ID: 2013317)
Visitor Counter : 79
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam