প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী কালাপক্কমের সূচনা পর্ব প্রত্যক্ষ করলেন
Posted On:
04 MAR 2024 11:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কালাপক্কমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর-এর ‘কোর লোডিং’-এর সূচনা পর্ব প্রত্যক্ষ করেছেন।
তিনি জানান, এই ব্রিডার চুল্লি আমাদের প্রয়োজনীয় ব্যবহারের থেকে অনেক বেশি জ্বালানি উৎপাদন করবে যা ভারতে মজুত প্রভূত পরিমানে থোরিয়ামের ব্যবহারের পথ খুলে দেবে।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন :
“আজ কালাপক্কমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাস্ট ব্রিডার চুল্লির ‘কোর লোডিং’-এর সূচনা প্রত্যক্ষ করলাম। এটি ভারতে ব্যবহৃত জ্বালানির থেকেও বেশি পরিমাণ উৎপাদন করবে।
এর ফলে, ভারতে প্রভূত পরিমাণে মজুত থোরিয়ামের যথাযথ সদ্ব্যবহার হবে, যার ফলস্বরূপ পরমাণু জ্বালানি আমদানির প্রয়োজন থাকবে না।
এটা ভারতকে শক্তিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি ‘নেট জিরো’ লক্ষ্য অর্জনে সাহায্য করবে।”
PG/AB/DM
(Release ID: 2011590)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam