প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সাইরো-মালাবার চার্চের মেজর আর্চবিশপের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 09 FEB 2024 6:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি,২০২৪

 

আজ সাইরো-মালাবার চার্চের মেজর আর্চবিশপ র‍্যাফেল থাট্টিলের সঙ্গে এক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এই ঘটনার কথা ব্যক্ত করে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“সাইরো-মালাবার চার্চের মেজর আর্চবিশপ র‍্যাফেল থাট্টিলের সঙ্গে আজ আমার বেশ হৃদ্য আলোচনা ও কথাবার্তা হয়েছে।” 


PG/SKD/DM


(Release ID: 2004913) Visitor Counter : 55