কেন্দ্রীয়মন্ত্রিসভা

মৎস্য ও জলজ চাষ পরিকাঠামো বিকাশ তহবিল (এফআইডিএফ) এর মেয়াদ বাড়াল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 08 FEB 2024 9:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা মৎস্য ও জলজ চাষ পরিকাঠামো বিকাশ তহবিল (এফআইডিএফ) এর মেয়াদ আরও ৩ বছর, অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই তহবিলের অনুমোদিত পরিমাণ ৭৫২২.৪৮ কোটি টাকা, বাজেট সহায়তা ধরা হয়েছে ৯৩৯.৪৮ কোটি টাকা।
মৎস্য চাষ ও উৎপাদন ক্ষেত্রের পরিকাঠামো জোরদার করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৮-১৯-এ মোট ৭৫২২.৪৮ কোটি টাকার মৎস্য ও জলজ চাষ পরিকাঠামো বিকাশ তহবিল (এফআইডিএফ) গঠন করে। আগের পর্বে, ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ সময়কালে এর আওতায় ১২৮ টি পরিকাঠামো প্রকল্প বাবদ ৫৫৮৮.৬৩ কোটি টাকা বিনিয়োগে অনুমোদন দেওয়া হয়। এফআইডিএফের মেয়াদ বৃদ্ধির ফলে মৎস্য বন্দর, বরফ কল, হিমঘর ব্যবস্থাপনা, মৎস্যজাত পণ্য পরিবহন, আধুনিক মাছের বাজার, মাছের চারা উৎপাদন কেন্দ্র, মৎস্য চাষ সংক্রান্ত অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, প্রক্রিয়াকরণ কেন্দ্র, জলাশয়ে বেড়া দিয়ে মাছ চাষ, গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারের ব্যবস্থা, মাছের রোগ নির্ণয় কেন্দ্র, কোয়ারেন্টিনের ব্যবস্থাপনার মতো পরিকাঠামোগত ক্ষেত্রের বিকাশ ঘটবে। 
এফআইডিএফ, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং যোগ্য সংস্থাগুলিকে মৎস্য চাষ সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (নার্বাড), জাতীয় সমবায় বিকাশ নিগম (এনসিডিসি) এবং বাণিজ্যিক ব্যাঙ্কের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়ার কাজ চালিয়ে যাবে। সুদের হার ৫% - এর নীচে না হলে ভারত সরকার ১২ বছর মেয়াদী ঋণের ক্ষেত্রে ৩% ছাড় এবং ২ বছর ঋণ পরিশোধ স্থগিত রাখার সুবিধাও দিচ্ছে। 
বিভিন্ন সংস্থা, কৃষক এবং সমবায়গুলিকে ঋণ-বন্ধক সংক্রান্ত সুবিধাও দেওয়া হবে পশু পালন এবং দুগ্ধ উৎপাদন দফতরের পরিকাঠামো বিকাশ তহবিলের মাধ্যমে।
এই সব সুবিধা পাবে বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যের নিগম ও সংস্থা, মৎস্য চাষ সমবায় সংগঠন, বিভিন্ন সমবায়, পঞ্চায়েত প্রতিষ্ঠান, স্বনির্ভর গোষ্ঠী, অসরকারি সংগঠন, মহিলা চালিত উদ্যোগ এমনকি বেসরকারি সংস্থাগুলিও। 
এফআইডিএফ-এর আওতায় আগের পর্বেই ২৭ টি প্রকল্পের রূপায়ণের সুবাদে ৮১ হাজারেরও বেশি মাছ ধরা ট্রলার ও নৌকোর জেটি তৈরি হয়েছে। এর ফলে সমুদ্র ও জলাশয় থেকে তোলা মাছের পরিমাণ বেড়েছে ১.০৯ লক্ষ টন। উপকৃত হয়েছে ৩.৩ লক্ষ মৎস্য চাষ কেন্দ্র এবং সংশ্লিষ্ট নানা পক্ষ। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে ২.৫ লক্ষ মানুষের। 
এফআইডিএফের মেয়াদ বৃদ্ধির ফলে মৎস্য উৎপাদন ও চাষে সামিল সরকারি ও বেসরকারি সংস্থাগুলি বিশেষ ভাবে উপকৃত হবে। মৎস্য চাষ ক্ষেত্রে পরিকাঠামোগত বিকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং কিষাণ ক্রেডিট কার্ড কর্মসূচিও জোরদার হবে এর কল্যাণে। 


PG/AC /SG



(Release ID: 2004470) Visitor Counter : 63