প্রধানমন্ত্রীরদপ্তর
অন্তর্বর্তী বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
Posted On:
01 FEB 2024 1:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪
আমার প্রিয় দেশবাসী,
আজকের বাজেট অন্তর্বর্তী হলেও এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বাজেট। এই বাজেটে আস্থার ধারাবাহিকতা বজায় রয়েছে। এই বাজেট তরুণ, গরিব, মহিলা এবং কৃষক - ‘বিকশিত ভারত’-এর চারটি স্তম্ভকে শক্তিশালী করবে। নির্মলাজির বাজেট হচ্ছে দেশের ভবিষ্যৎ নির্মাণের বাজেট। এই বাজেট ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর ভিত্তিকে শক্তিশালী করার নিশ্চয়তা বহন করছে। আমি নির্মলাজি এবং তাঁর বাজেট প্রস্তুতকারী দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
বন্ধুগণ,
এই বাজেটে তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বাজেটে নেওয়া হয়েছে। একটি হল গবেষণা ও উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকার তহবিল এবং অন্য ঘোষণাটি হল স্টার্ট-আপগুলির জন্য কর ছাড়ের সীমা বৃদ্ধি।
বন্ধুগণ,
এই বাজেটে রাজস্ব ঘাটতিকে নিয়ন্ত্রণে রেখে মূলধনী ব্যয়ের ক্ষেত্রে ১১ লক্ষ ১১ হাজার ১১১ কোটি টাকার ঐতিহাসিক বৃদ্ধি ঘটানো হয়েছে। এর ফলে, একুশ শতকের আধুনিক ভারতের পরিকাঠামো গড়ার পথ প্রশস্তই হবে না, সেইসঙ্গে দেশে তরুণদের জন্য প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। এই বাজেটে বন্দে ভারত-এর উপযোগী করে ৪০ হাজার আধুনিক কোচ তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন অংশে আরামে যাতায়াত করতে পারবেন।
বন্ধুগণ,
আমরা বড় লক্ষ্য স্থির করি, তা অর্জন করি এবং তারপর নিজেদের জন্য আরও বড় লক্ষ্য স্থির করি। গ্রাম এবং শহরাঞ্চলে আমরা ৪ কোটির বেশি বাড়ি তৈরি করেছি। এখন আমরা আরও ২ কোটির বেশি নতুন বাড়ি তৈরির লক্ষ্য স্থির করেছি। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, ২ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’তে রূপান্তরিত করা। আয়ুষ্মান ভারত প্রকল্প গরিবদের ব্যাপকভাবে সাহায্য করেছে। এখন অঙ্গনওয়াড়ি এবং আশা-কর্মীরাও এই প্রকল্পে উপকৃত হবেন।
বন্ধুগণ,
এই বাজেটে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাঁদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পে ১ কোটি মানুষ বিনা খরচে বিদ্যুৎ পাবেন। সেইসঙ্গে, সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে ১৫-২০ হাজার টাকা অতিরিক্ত আয়ের সংস্থান হবে।
বন্ধুগণ,
আয়করের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ায় মধ্যবিত্ত শ্রেণীর প্রায় ১ কোটি মানুষ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সম্প্রসারণ ঘটিয়ে গবাদি পশুর জন্য ন্যানো ডিএপি নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। আমি আবার এই ঐতিহাসিক বাজেটের জন্য দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ।
PG/MP/DM
(Release ID: 2001562)
Visitor Counter : 129
Read this release in:
Kannada
,
Assamese
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil