মানবসম্পদবিকাশমন্ত্রক

পরীক্ষা পে চর্চা ২০২৪-এর প্রস্তুতি হিসেবে দেশব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় ৬০ হাজারের বেশি পড়ুয়ার অংশগ্রহণ

Posted On: 24 JAN 2024 2:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪

 

পরীক্ষা পে চর্চা ২০২৪-এর প্রস্তুতি হিসেবে ২৩ জানুয়ারি দেশজুড়ে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় ৭৭৪টি জেলার ৬৫৭টি কেন্দ্রীয় বিদ্যালয় এবং ১২২টি নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল। 

দেশের ৬০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপন করা হয়। এর উদ্দেশ্য হল, এই মহান নেতার জীবন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা এবং তাদের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত করা। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ম্যারাথন দৌড়, সঙ্গীত প্রতিযোগিতা, নাটক সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল। ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা ২০২৪-এ স্কুল পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। মাইগভ পোর্টালে ২.২৬ কোটির বেশি নাম নথিভুক্ত  হয়েছে। এই প্রতিযোগিতা উপলক্ষে দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

চলতি বছরের ২৯ জানুয়ারি পরীক্ষা পে চর্চা ২০২৪ অনুষ্ঠিত হবে প্রগতি ময়দানের ভারত মন্ডপমে। প্রায় ৩ হাজার অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন। 

পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপ কাটাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা দেশে এক বড় আন্দোলনের চেহারা নিয়েছে। এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের একত্রিত করে তাদের বিশেষ বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। 

PG/MP/SKD



(Release ID: 2001021) Visitor Counter : 60