প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এনসিসি পিএম সমাবেশে আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 26 JAN 2024 4:52PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬  জানুয়ারি, ২০২৪

 

দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আগামী ২৭ জানুয়ারি বিকেল ৪.৩০ মিনিটে বার্ষিক এনসিসি পিএম সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এদিনের কর্মসূচিতে ‘অমৃতকালের এনসিসি’ বিষয়টিকে অবলম্বন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ‘অমৃতপীড়ি’র অবদান ও ক্ষমতায়নের দিকটিকে তুলে ধরা হবে। ‘বসু্ধৈব কুটুম্বকম’-এর ভারতীয় আদর্শে অনুপ্রাণিত ২ হাজার ২০০ জনেরও বেশি এনসিসি সদস্য এবং ২৪টি বিদেশী রাষ্ট্রের তরুণ ক্যাডেটরা এ বছরের সমাবেশে যোগ দেবেন।

বিশেষ অতিথি রূপে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন উজ্জ্বল ও প্রাণবন্ত গ্রামগুলির ৪০০রও বেশি সরপঞ্চ এবং দেশের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির শতাধিক মহিলা সদস্য। 

PG/SKD/NS…


(रिलीज़ आईडी: 2000031) आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam