কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা চিকিৎসা উৎপাদন নিয়ন্ত্রণে ভারত এবং ইক্যুয়েডরের মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা অনুমোদন করেছে

Posted On: 18 JAN 2024 12:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বর ২০২৩-এ স্বাক্ষরিত চিকিৎসা উৎপাদন নিয়ন্ত্রণ ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং ইক্যুয়েডরের এজেন্সিয়া ন্যাশিওনাল ডি রেগুলেকশন, কন্ট্রোল ওয়াই ভিজিল্যান্সিয়া স্যানিট্রিয়া- এআরসিএসএ, ডঃ লিওপোলডো ইজক্যুইটা পেরেজের মধ্যে সমঝোতাপত্র সম্পর্কে অবহিত করা হয়। 

সুবিধা :

এই সমঝোতাপত্রে দুই পক্ষের মধ্যে নিয়ন্ত্রণবিধি সম্পর্কে আরও ভালো বোঝাপড়ার সুবিধা হবে এবং চিকিৎসা উৎপাদন নিয়ন্ত্রণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও ভালো সমন্বয় ঘটবে।

কর্মসংস্থান বৃ্দ্ধির সম্ভাবনা :

এই সমঝোতাপত্রের কারণে নিয়ন্ত্রণ ব্যবস্থায় বোঝাপড়া ভারত থেকে ওষুধ রপ্তানী বৃদ্ধিতে সাহায্য করবে এবং ঔষধ শিল্প ক্ষেত্রে শিক্ষিত পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুবিধা আরও বাড়বে।

আত্মনির্ভর ভারত :

এই সমঝোতাপত্র চিকিৎসা উৎপাদন রপ্তানীর সুযোগ করে দেবে। ফলে বিদেশী মুদ্রা আয় হবে। এটি আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একটি পদক্ষেপ। 


PG/AP/NS…


(Release ID: 1997529) Visitor Counter : 69