কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত ও কেনিয়ার মধ্যে ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে ব্যাপকভাবে প্রযুক্ত ডিজিটাল সমাধানের আদান-প্রদান সংক্রান্ত চুক্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 18 JAN 2024 12:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং কেনিয়ার তথ্য, যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি মন্ত্রকের মধ্যে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তিতে অনুমোদন দিয়েছে। এর আওতায় ব্যাপকভাবে প্রযুক্ত ডিজিটাল সমাধানের আদান-প্রদানে গতি আসবে। স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে। চুক্তির মেয়াদ তিন বছর। এই চুক্তির আওতায় ডিজিটাল জন-পরিকাঠামো ক্ষেত্রে দু’দেশের সরকার এবং বাণিজ্যিক সংস্থাগুলি সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এর ফলে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানেরও প্রসার ঘটবে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের একাধিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। ভারত সরকারের ডিজিটাল ভারত, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া’র মতো কর্মসূচির সঙ্গে সাযুজ্য রেখে এই দেশের ডিজিটাল পরিকাঠামোকে আরও উন্নত করতে চায় সরকার। বিগত কয়েক বছরে ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে ভারত সারা বিশ্বে নেতৃস্থানীয় ভূমিকা নিয়েছে। কোভিড অতিমারীর সময় সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ভারতের ডিজিটাল পরিকাঠামো যেভাবে কাজ করেছে, তা নজর কেড়েছে সারা বিশ্বের। 

PG/AC/SB



(Release ID: 1997505) Visitor Counter : 60