প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

৮-১০ জানুয়ারি গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী


দশম ভাইব্র্যান্ট গুজরাট বিশ্ব শিখর সম্মেলনের উদ্বোধন করার পাশাপাশি ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-রও সূচনা করবেন তিনি

Posted On: 07 JAN 2024 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ জানুয়ারি,২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮-১০ জানুয়ারি, ২০২৪ গুজরাট সফর করবেন।

৯ জানুয়ারি সকাল ৯-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী গান্ধীনগরে মহাত্মা মন্দিরে পৌঁছবেন। সেখানে বিশ্বের বাণিজ্য জগতের কুশীলবদের সঙ্গে তাঁর বৈঠক হবে। বেলা ৩টে নাগাদ প্রধানমন্ত্রী ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো উদ্বোধন করবেন। 

১০ জানুয়ারি সকাল ৯-৪৫ মিনিট নাগাদ মহাত্মা মন্দিরে ভাইব্র্যান্ট গুজরাট বিশ্ব শিখর সম্মেলন, ২০২৪-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫-১৫ মিনিট নাগাদ তিনি যাবেন গিফট সিটিতে। সেখানে বিশ্ব ফিনটেক শীর্ষ মঞ্চে বাণিজ্য জগতের কর্ণধারদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন।

২০০৩ সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভাইব্র্যান্ট গুজরাট বিশ্ব শিখর সম্মেলনের সূচনা হয়। এ বছর এই সম্মেলনের মূল ভাবনা – ‘গেটওয়ে টু দ্য ফিউচার’। এবারের সম্মেলনে ৩৪টি দেশ এবং ১৬টি অংশীদার সংস্থার প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন। এই মঞ্চে এবার উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকও উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবে। মূলত এবার যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে – প্রযুক্তি এবং উদ্ভাবনা, পরিবেশ-বান্ধব উৎপাদন, গ্রিন হাইড্রোজেন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি। ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-তে অত্যাধুনিক প্রযুক্তিজাত পণ্য তুলে ধরবে বিভিন্ন স্টার্ট-আপ। ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির উৎপাদিত পণ্যও জায়গা পাবে প্রদর্শনীতে। সমুদ্র অর্থনীতির সঙ্গে জড়িত পণ্যাদিও তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। 

PG/AC/DM


(Release ID: 1994041) Visitor Counter : 127