প্রধানমন্ত্রীরদপ্তর

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-জাবর আল-সাবার মৃত্যুতে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Posted On: 16 DEC 2023 9:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর,২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-জাবর আল-সাবার মৃত্যুতে রাজ পরিবার, কুয়েতের নেতৃবৃন্দ ও জনসাধারণের প্রতি তাঁর শোক বার্তা পাঠিয়েছেন।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“শেখ নওয়াফ আল-আহমেদ আল-জাবর আল-সাবার দুঃখজনক মৃত্যুর খবর জেনে গভীরভাবে শোকাহত। রাজ পরিবার, সেখানকার নেতৃত্ব এবং কুয়েতের মানুষকে আমাদের গভীরতম শোক জানাচ্ছি।”
 

 

PG/MP/DM



(Release ID: 1987561) Visitor Counter : 41