প্রধানমন্ত্রীরদপ্তর

বিকশিত ভারত সংকল্প যাত্রার এক রূপান্তরকামী সুফলভোগীর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

সমাজের সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের পথে এগিয়ে যেতে অগ্রহী বলে জানালেন তিনি

Posted On: 09 DEC 2023 2:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর, ২০২৩

 

আজ এখানে এক ভিডিও কনফারেন্সের মঞ্চে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুফলভোগীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

কেন্দ্রীয় সরকারের প্রধান প্রধান কর্মসূচিগুলির সুফল যাতে চিহ্নিত সুফলভোগীদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার কাজ নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই এই সংকল্প যাত্রার সূচনা। 

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা কালে চন্ডীগড়ের এক রূপান্তরকামী সুফলভোগী শ্রীমতী মোনা জানান যে তিনি চন্ডীগড়ের একজন চা বিক্রেতা। তাঁর দোকান খোলা থাকে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে, আদতে তিনি ঝাড়খন্ডের রাঁচির বাসিন্দা। 

প্রধানমন্ত্রীর এক প্রশ্নের উত্তরে শ্রীমতী মোনা বলেন যে প্রধানমন্ত্রী স্বনিধি কর্মসূচির আওতায় ১০ হাজার টাকার ঋণ সহায়তার সুযোগ গ্রহণ করে চন্ডীগড়ে তাঁর চায়ের দোকানটি তিনি স্থাপন করেন। পুরনিগমের কাছ থেকে এই ঋণ সহায়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তিনি ঋণের জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁর দোকানে অধিকাংশ লেনদেন ইউপিআই-এর মাধ্যমে হয় জেনে শ্রী মোদী জানতে চান যে ব্যাঙ্ক তাঁকে অতিরিক্ত কোন ঋণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে কিনা। শ্রীমতী মোনা তাঁকে বলেন যে হ্যাঁ, পরেও তিনি যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকার ঋণ সহায়তা পেয়েছেন। 

এই ধরণের সরকারি সুযোগ ও সহয়তা গ্রহণের জন্য সমাজের রূপান্তরকামী সদস্যদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হল সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়নে সামিল হওয়া। সমাজের প্রতিটি মানুষের কাছে যাতে উন্নয়নের সুফল নিশ্চিত ভাবে পৌঁছে যায় তা দেখতে তিনি আগ্রহী। 

প্রসঙ্গত আসামের বিভিন্ন রেলস্টেশনের চায়ের স্টলগুলি পরিচালনার দায়িত্ব রূপান্তরকামীদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। শ্রীমতী মোনা যে ভাবে জীবিকার্জনের কাজে সাফল্য লাভ করেছেন, তাতে তাঁকে অভিনন্দন জানান তিনি। 

PG/SKD/AS



(Release ID: 1984832) Visitor Counter : 64