প্রধানমন্ত্রীরদপ্তর

এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ মহিলাদের আর২ ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ড এসএইচ১ বিভাগে স্বর্ণ পদক জেতায় অবনী লেখারা-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 23 OCT 2023 6:27PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৩ 


চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ মহিলাদের আর২ ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ড এসএইচ১ বিভাগে স্বর্ণ পদক জেতায় অবনী লেখারা-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ মহিলাদের আর২ ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ড এসএইচ১ বিভাগে স্বর্ণ পদক জেতায় অবনী লেখারা-কে অভিনন্দন। তাঁর অতুলনীয় দক্ষতা ও নিষ্ঠা উজ্জ্বল হয়ে উঠেছে, তা আবারও আমাদের জাতিকে গর্বিত করেছে। ভবিষ্যৎ প্রয়াসের জন্য তাঁকে শুভেচ্ছা”। 

PG/SD/SB



(Release ID: 1970752) Visitor Counter : 65