স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিয়ালদায় রাম মন্দিরের আদলে নির্মিত দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন
অযোধ্যায় মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এই মণ্ডপ বিশ্বজুড়ে রাম মন্দিরের বার্তা ছড়িয়ে দিচ্ছে
মা দুর্গা সর্বদা সত্যকে রক্ষার জন্য রক্তবীজ থেকে শুরু করে শুম্ভ-নিশুম্ভ পর্যন্ত বহু দানবকে সংহার করেছেন, এই ন’দিন সারা বাংলা মা দুর্গার আরাধনায় উৎসবে মেতে ওঠে
বাংলা সহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে এবং মা দুর্গার আশীর্বাদ পেতে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
বাংলায় দুর্নীতি, অবিচার ও অত্যাচারের অবসান যাতে দ্রুত হয়, সেই প্রার্থনাও তিনি মা দুর্গার কাছে জানিয়েছেন, বললেন অমিত শাহ
Posted On:
16 OCT 2023 6:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ অক্টোবর, ২০২৩
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিয়ালদায় রাম মন্দিরের আদলে নির্মিত একটি দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করেছেন।
এই উপলক্ষে শ্রী শাহ বলেন, মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করতেই তাঁর এবারের পশ্চিমবঙ্গ সফর। মা দুর্গা সর্বদা সত্যকে রক্ষার জন্য রক্তবীজ থেকে শুরু করে শুম্ভ-নিশুম্ভ পর্যন্ত বহু দানবকে সংহার করেছেন। এই ন’দিন সারা বাংলা মা দুর্গার আরাধনায় উৎসবে মেতে ওঠে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নবরাত্রিতে দেশজুড়ে বিভিন্ন রূপে মা দুর্গার পূজা করা হয়। গুজরাটে মণ্ডপ সাজিয়ে মা দুর্গার আরাধনা হয়। পূর্ব ভারতে বিভিন্ন মণ্ডপে মা দুর্গাকে পূজা করা হয় শক্তি রূপে। উত্তর ভারতেও বহু মানুষ নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে শক্তি আরাধনা করেন। শ্রী শাহ বলেন, বাংলা সহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানাতে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। দুর্নীতি, অবিচার ও অত্যাচারের কবল থেকে বাংলাকে মুক্ত করার শক্তি যাতে মা দুর্গা দেন, সেই প্রার্থনাও তিনি জানিয়েছেন। অযোধ্যায় মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এই মণ্ডপ বিশ্বজুড়ে রাম মন্দিরের বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে শ্রী শাহ মন্তব্য করেন।
PG/SD/AS/
(Release ID: 1968403)
Visitor Counter : 98