প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয়লাভ করায় ক্রিস্টোভার লুক্সনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 16 OCT 2023 9:05AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬ অক্টোবর, ২০২৩

 

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে তাঁর দল জয়লাভ করায় ভাবী প্রধানমন্ত্রী ক্রিস্টোভার লুক্সনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন;

“সাধারণ নির্বাচনে তাঁর দল জয়লাভ করায় ভাবী প্রধানমন্ত্রী @chrisluxonmp-কে আন্তরিক অভিনন্দন। ভারত-নিউজিল্যান্ড সম্পর্ককে অধিক শক্তিশালী করে গড়ে তুলতে তাঁর সঙ্গে ভবিষ্যতে একযোগে কাজ করতে চাই।”

    


PG/AB/NS….


(Release ID: 1968277) Visitor Counter : 139