প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয়ের জন্য ক্রিস্টোফার লুক্সনকে অভিনন্দন জানিয়েছেন
Posted On:
16 OCT 2023 5:25PM by PIB Agartala
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ডের ভাবী প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনকে সাধারণ নির্বাচনে তাঁর দলের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক 'এক্স' পোস্টে প্রধানমন্ত্রী বলেন;
“ভাবী প্রধানমন্ত্রী @chrisluxonmp কে সাধারণ নির্বাচনে তার দলের জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। ভারত-নিউজিল্যান্ড সম্পর্ককে আরও মজবুত করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ আছি ।"
SKC/DS/ST/KMD
(Release ID: 1968158)
Visitor Counter : 102