প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষিত বিভিন্ন কর্মসূচি রূপায়ণের প্রস্তুতিপর্ব আজ পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 07 OCT 2023 2:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৩

 

লালকেল্লার প্রাকার থেকে ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতির খুঁটিনাটি আজ পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এ বছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকদের জন্য বাসস্থান নির্মাণে সুলভ ঋণ সহায়তার কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণা অনুসারে তাঁর প্রস্তাবের বাস্তবায়নের প্রস্তুতিপর্ব আজ পর্যালোচনাকালে খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। 

এছাড়াও, স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী দেশের গৃহস্থ পরিবারগুলিতে সৌরবিদ্যুৎ যোগানের বিষয়টিও নিশ্চিত করার কথা উল্লেখ করেছিলেন। এই কর্মসূচি রূপায়ণে প্রস্তুতিপর্বের যাবতীয় খুঁটিনাটিও আজ পর্যালোচনা করেন তিনি।

PG/SKD/DM


(रिलीज़ आईडी: 1965606) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam