প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২২ সেপ্টেম্বর টিম জি২০ –র সঙ্গে আলাপচারিতায় বসবেন প্রধানমন্ত্রী

জি২০ শীর্ষ সম্মেলন সফল করার নেপথ্যে যাঁদের ভূমিকা রয়েছে, এমন প্রায় ৩ হাজার জন এই আলাপচারিতায় যোগ দেবেন

তৃণমূল স্তরের কর্মীরাও আলোচনায় অংশগ্রহণ করবেন; যোগ দেবেন বিভিন্ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী ও আধিকারিকরাও

प्रविष्टि तिथि: 21 SEP 2023 9:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টায় ভারত মন্ডপমে টিম জি২০ –র সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আলাপচারিতার পর নৈশভোজের আয়োজনও রয়েছে। 

জি২০ শীর্ষ সম্মেলন সফল করার নেপথ্যে যাঁদের ভূমিকা রয়েছে, এমন প্রায় ৩ হাজার জন এই আলাপচারিতায় যোগ দেবেন। শিখর সম্মেলন মসৃণভাবে সম্পন্ন করায় যাঁদের বিশেষ অবদান রয়েছে, সেই তৃণমূল স্তরের কর্মীরাও এই অনুষ্ঠানে থাকবেন। এঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রকের সাফাই কর্মী, গাড়ি চালক, পরিবেশনকারী প্রমুখ। বিভিন্ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী ও আধিকারিকরাও এতে যোগ দেবেন।

AC/SD/SKD


(रिलीज़ आईडी: 1959625) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam