কেন্দ্রীয়মন্ত্রিসভা
নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের সাফল্যের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাশ
प्रविष्टि तिथि:
13 SEP 2023 8:53PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৩ সেপ্টেম্বর, ২০২৩
কেন্দ্রীয় মন্ত্রিসভা, আজকের বৈঠকে ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নতুন দিল্লিতে আয়োজিত জি-২০ শিখর সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ার প্রশংসা করে একটি প্রস্তাব পাশ করেছে।
মন্ত্রিসভা “এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ” এই মূল ভাবনার বিভিন্ন দিক নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার প্রশংসা করে। প্রধানমন্ত্রীর জন অংশীদারিত্বের ওপর নির্ভর করে কাজ করার যে দৃষ্টিভঙ্গি তা এই জি-২০ কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণকে বিপুল সংখ্যায় শামিল করেছে। ৬০টি শহরে অনুষ্ঠিত ২০০-র বেশি বৈঠক জি-২০ কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে এক বিশেষ অংশীদারিত্বের পরিচায়ক। এরফলে ভারতের সভাপতিত্বে জি-২০ সব অর্থেই জনকেন্দ্রীক ছিল এবং একটি জাতীয় প্রচেষ্টা হিসেবে সকলের সামনে উঠে আসে।
মন্ত্রিসভা এটি অনুভব করেছে যে এই শিখর সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলি পরিবর্তনের পক্ষে কার্যকর এবং আগামী দশকে বিশ্ব ব্যবস্থায় বিশেষ ভূমিকা পালনে সফল হবে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলির উন্নতিতে ডিজিটাল জন পরিকাঠামো স্থাপনে এবং মহিলাদের নেতৃত্বে উন্নয়নের বিষয়ে উৎসাহ দিতে বিশেষ জোর দেওয়া হয়।
মন্ত্রিসভা এও বলেছে যে, যখন পূর্ব-পশ্চিম মেরুকরণ মজবুত ছিল এবং উত্তর-দক্ষিণ বিভাজন ছিল গভীর তখনও প্রধানমন্ত্রীর সর্বাত্মক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ঐকমত্য গড়ে উঠেছে।
ভারতের সভাপতিত্বে দক্ষিণ বিশ্বের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি বিশেষভাবে সন্তোষজনক যে ভারতের উদ্যোগের ফলেই আফ্রিকান ইউনিয়ন জি-২০-এর স্থায়ী সদস্য হয়েছে।
নতুন দিল্লির এই শিখর সম্মেলন সমকালীন প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের উন্নতির পাশাপাশি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকেও সকলের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। জি-২০-এর সদস্য দেশগুলির নেতারা এবং প্রতিনিধিরা এই বিষয়টির ব্যাপক প্রশংসা করেছেন।
জি-২০ শিখর সম্মেলনের মূল ফলাফলের কথা আলোচনা করলে আমরা দেখতে পাই, আন্তর্জাতিক অর্থব্যবস্থাকে গতিপ্রদান, উন্নয়নের জন্য বিভিন্ন প্রচেষ্টা মজবুত করা, পর্যটনের বিকাশ, মিলেট উৎপাদন, জৈব্য জ্বালানী ইত্যাদি বিষয়ে বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা দেশের জন্য বিশেষ লাভদায়ক।
শিখর সম্মেলনে সর্বসম্মতিতে ‘ভারত-মধ্য-পূর্ব ইউরোপীয় অর্থনৈতিক করিডর চুক্তি এবং আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট তৈরি হয়েছে।’
কেন্দ্রীয় মন্ত্রিসভা জি-২০ শিখর সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি যুক্ত ছিলেন তাদের প্রশংসা করে। যে উৎসাহের সঙ্গে ভারতের জনগণ বিশেষ করে ভারতের যুবসমাজ শিখর সম্মেলনের বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তার প্রশংসা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিশ্বের উন্নয়নের জন্য ভারতের সভাপতিত্বে জি-২০কে এক মজবুত দিশা নির্দেশ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ নেতৃত্বেরও প্রশংসা করে।
AC /PM/AG
(रिलीज़ आईडी: 1957324)
आगंतुक पटल : 708
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam