মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

মেসার্স সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ৯,৫৮৯ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 13 SEP 2023 3:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর ২০২৩

 

মেসার্স সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ৯,৫৮৯ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগের যে প্রস্তাব সাইপ্রাসের মেসার্স বারহিয়ান্ডা লিমিটেড দিয়েছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ তা অনুমোদন করেছে।  রাষ্ট্রায়ত্ত ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেসার্স সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত। এই অনুমোদনের জেরে সাইপ্রাসের মেসার্স বারহিয়ান্ডা লিমিটেড বাধ্যতামূলক ওপেন অফারে বর্তমান প্রোমোটার ও শেয়ার গ্রাহকদের কাছ থেকে শেয়ার হস্তান্তরের মাধ্যমে মেসার্স সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৬.১ শতাংশ পর্যন্ত ইক্যুইটি শেয়ার অধিগ্রহণ করতে পারে। এর ফলে, মেসার্স সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মোট বিদেশি বিনিয়োগের হার বেড়ে ৯০.১ শতাংশ পর্যন্ত হতে পারে। 

সেবি, রিজার্ভ ব্যাঙ্ক, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা এই প্রস্তাবটির মূল্যায়ন করেছে। তাদের মূল্যায়নের পর সব বিধি-নিয়ম মেনে চলার শর্তে প্রস্তাবটি অনুমোদন করা হয়। 

মেসার্স বারহিয়ান্ডা লিমিটেডের সম্পূর্ণ মূলধন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে নথিবদ্ধ সংস্থা অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে। এটি ১৯৮৪ সালে গঠিত হয়। ৪২টি দেশে এর মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৫ বিলিয়ন ডলার। অ্যাডভেন্ট ইন্ডিয়া ভারতে বিনিয়োগ শুরু করে ২০০৭ সালে। এ পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা, অর্থনৈতিক পরিষেবা, শিল্প উৎপাদন, ভোগ্যপণ্য এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত ২০টি ভারতীয় কোম্পানিতে এই সংস্থা প্রায় ৩৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। 

নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যন্ত্রপাতিতে বিনিয়োগের মাধ্যমে ভারতীয় কোম্পানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুমোদন দেওয়া হয়েছে। অ্যাডভেন্ট গ্রুপের সঙ্গে এই গাঁটছড়া, সুভেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে তার ব্যবসায়িক ক্ষেত্রের প্রসারে এবং কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে তার বিকাশে সাহায্য করবে।

বিশ্বের সেরা প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা আকর্ষণ করতে সরকার ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে বিনিয়োগ-বান্ধব প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি প্রণয়ন করেছে। এতে অর্থনৈতিক বিকাশের গতি ত্বরান্বিত হবে, দেশীয় উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় টিঁকে থাকার ক্ষমতা বাড়বে, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি অনুসারে নতুন ফার্মাসিউটিক্যালস প্রকল্পগুলিতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ স্বয়ংক্রিয়ভাবেই অনুমোদিত হয়। পুরনো ফার্মা প্রকল্পগুলিতে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত। এর বেশি বিনিয়োগ হলে তখন সরকারের অনুমতির প্রয়োজন হয়। গত ৫ বছরে (২০১৮-১৯ থেকে ২০২২-২৩) ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে মোট ৪৩,৭১৩ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত আর্থিক বছরে এই ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের হার ৫৮ শতাংশ বেড়েছে।

 

AC/SD/DM



(Release ID: 1957104) Visitor Counter : 69