প্রধানমন্ত্রীরদপ্তর

শিক্ষক দিবসে শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

Posted On: 05 SEP 2023 8:11PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৫ সেপ্টেম্বর, ২০২৩

 

যাঁরা স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন, যাঁরা ভবিষ্যৎ গড়েন এবং কৌতূহল জাগিয়ে তোলেন, আজ শিক্ষক দিবসে সেই সমস্ত শিক্ষাবিদদের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন;

“#TeachersDay উপলক্ষে আমরা সমস্ত শিক্ষাবিদদের প্রশংসা করছি, যাঁরা স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন, ভবিষ্যৎ গড়েন এবং কৌতূহল জাগিয়ে তোলেন। 

গতকাল শিক্ষকদের সঙ্গে আলাপচারিতার আরও কিছু মুহূর্ত।”

AC/MP /NS



(Release ID: 1955363) Visitor Counter : 58