প্রধানমন্ত্রীরদপ্তর

গ্যাসের মূল্য হ্রাস পাওয়ায় আমাদের বোনেদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়াবে : প্রধানমন্ত্রী

Posted On: 29 AUG 2023 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ আগস্ট, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩৩ কোটি এলপিজি গ্রাহকদের জন্য সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রী মোদী বলেছেন, রাখিবন্ধনের উৎসব আমাদের পরিবারে সুখ সমৃদ্ধি বাড়ানোর দিন। 

পিএম উজ্জ্বলা গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে আরও ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। 

সরকার একইসঙ্গে ৭৫ লক্ষ অতিরিক্ত পিএম উজ্জ্বলা সংযোগ দেওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে পিএমইউওয়াই সুবিধাভোগীর সংখ্যা পৌঁছাবে মোট ১০.৩৫ কোটিতে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরির এক্স হ্যান্ডেলে করা একাধিক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স পোস্টে জানিয়েছেন;

“রাখিবন্ধনের উৎসব আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি বাড়ানোর দিন। গ্যাসের দাম কমানোর ফলে আমাদের পরিবারের বোনেদের সুবিধা হবে এবং তাঁদের জীবনযাত্রা সহজ হয়ে উঠবে। আমার প্রতিটি বোন সুখে থাকুক, সুস্থ্য থাকুক, খুশিতে থাকুক এটাই আমার প্রার্থনা।”

 

AC/SS/SKD



(Release ID: 1953441) Visitor Counter : 87