প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গ্রীসের শিক্ষাবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 25 AUG 2023 10:31PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ অগাস্ট, ২০২৩ তারিখে এথেন্সে, এথেন্স বিশ্ববিদ্যালয়ের হিন্দি ও সংস্কৃত ভাষার অধ্যাপক এবং ভারত বিশেষজ্ঞ দিমিত্রিয়স ভাসসিলিয়াদিস – এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সঙ্গে ছিলেন এথেন্স বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল থিওলজির সহকারী অধ্যাপক ডঃ এপাসটোলস মিকেলিডিস।
ভারতের দর্শন, ধর্ম ও সংস্কৃতির বিষয়ে তাঁদের কাজকর্ম সম্পর্কে এই দুই অধ্যাপক প্রধানমন্ত্রীকে অবগত করেন।
ভারত ও গ্রীসের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার সম্ভাবনা এবং ভারত – গ্রীস সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

 

AC/PM/SB


(Release ID: 1953145) Visitor Counter : 135