প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর ২২ থেকে ২৫ অগাস্ট
Posted On:
19 AUG 2023 11:30AM by PIB Kolkata
নতুনদিল্লি ১৯ অগাস্ট
পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ থেকে ২৪ অগাস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন । দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই শিখর সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ।
২০১৯ সালের পর রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই প্রথম ব্রিকস শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এই সম্মেলনে ব্রিকস গোষ্ঠীর গৃহীত নানা উদ্যোগের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে এবং সুনির্দিষ্ট কয়েকটি উদ্যোগের অগ্রগতিও খতিয়ে দেখা হবে ।
ব্রিকস শিখর সম্মেলনের পর ‘ব্রিকস সহ আফ্রিকার অন্যান্য দেশে পৌঁছোনো এবং ব্রিকস অতিরিক্ত দেশগুলির সঙ্গে আলোচনা’ সম্বন্ধীয় বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী । দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত দেশগুলিকে এই আলোচনার অন্তর্ভুক্ত করা হবে ।
প্রধানমন্ত্রী তাঁর সফরকালে জোহানেসবার্গে কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।
গ্রিসের প্রধানমন্ত্রী শ্রী কিরিয়াকোস মিচোতাকিসের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা সফর শেষে প্রধানমন্ত্রী ২৫ অগাস্ট গ্রিসে সরকারি সফরে যাবেন । গত ৪০ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম গ্রিস সফর ।
বহুকাল থেকেই ভারত এবং গ্রিস দুই প্রাচীন সভ্যতার মধ্যে সম্পর্ক বিদ্যমান । সাম্প্রতিককালে তা আরও শক্তিশালী হয়েছে । সাম্প্রতিক বছরগুলিতে নৌ-পরিবহন, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উভয় দেশের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে । দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করতে গ্রিসের প্রধানমন্ত্রী মিচোতাকিস-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে । উভয় দেশের শীর্ষস্থানীয় বনিকদের সঙ্গেও প্রধানমন্ত্রী আলোচনা করবেন । সেইসঙ্গে গ্রিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি কথা বলবেন ।
AC/AB/CS
(Release ID: 1950759)
Visitor Counter : 121
Read this release in:
Tamil
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam