কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

চিকিৎসা সম্পর্কিত উৎপাদনের নিয়মনীতির বিষয়ে আলোচনা ও সহযোগিতার পরিসর বাড়াতে ভারত-সুরিনাম মউ স্বাক্ষরের বিষয়টি আজ তুলে ধরা হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

Posted On: 16 AUG 2023 4:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ আগস্ট ২০২৩

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং সুরিনামের স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে চিকিৎসা সম্পর্কিত উৎপাদনের নিয়মনীতি সংক্রান্ত একটি মউ স্বাক্ষরিত হয়েছে এ বছরের ৪ জুন তারিখে। এই মউ স্বাক্ষরের বিষয়টি সম্পর্কে আজ বিস্তারিতভাবে অবহিত করা হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। শ্রী মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। 

এই চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য হল চিকিৎসা সম্পর্কিত উৎপাদনের আইনকানুন ও নিয়মনীতি সম্পর্কে দু’দেশের মধ্যে গঠনমূলক আলাপ-আলোচনার পরিসরকে আরও প্রশস্ত করা। 

স্বাক্ষরিত মউ-এর আওতায় সংশ্লিষ্ট ক্ষেত্রটিতে দু’দেশের মধ্যে তথ্যের আদানপ্রদান ও ফলপ্রসূ সহযোগিতার এক অনুকূল বাতাবরণ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।  

AC/SKD/DM


(Release ID: 1949616) Visitor Counter : 111