প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট তেলেগু ও সংস্কৃত পণ্ডিত শ্রী কান্দলাকুন্ত আলাহা সিঙ্গারাচার্যিলু-র প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 14 AUG 2023 9:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ আগস্ট, ২০২৩

 


বিদগ্ধ তেলেগু ও সংস্কৃত পণ্ডিত শ্রী কান্দলাকুন্ত আলাহা সিঙ্গারাচার্যিলু-র প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

একগুচ্ছ ট্যুইট বার্তায় তিনি বলেছেন :

“শ্রী কান্দলাকুন্ত আলাহা সিঙ্গারাচার্যিলু গারু-র প্রয়াণে আমি ব্যথাহত। সংস্কৃত ও তেলেগু ভাষায় তাঁর আবেগ ও নিষ্ঠা তাঁর কাজের মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে। তাঁর জ্ঞান ও প্রজ্ঞার জন্য তিনি সকলেরই গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন। এই মুহূর্তে তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আমিও উদ্বিগ্ন। ওঁ শান্তি!” 

AC/SKD/DM/


(रिलीज़ आईडी: 1948943) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam