প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন

উভয় নেতা ভারত-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন

প্রধানমন্ত্রী প্রচন্ডর সাম্প্রতিক ভারত সফরের সময় বিভিন্ন আলোচনায় গৃহীত সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে তাঁরা পর্যালোচনা করেছেন

ভারতের 'প্রতিবেশী প্রথম' নীতির গুরুত্বপূর্ণ অংশীদার নেপাল

Posted On: 05 AUG 2023 6:16PM by PIB Kolkata

                                                                                                           নতুন দিল্লি, ৫ আগস্ট , ২০২৩

 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কুমার দহল-'প্রচন্ড'র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 

উভয় নেতা ভারত-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী প্রচন্ড ৩১ মে থেকে ৩ জুন ভারত সফরকালে বিভিন্ন আলোচনায় গৃহীত সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে তাঁরা পর্যালোচনা করেছেন। এর ফলে প্রতিবেশী দুটি দেশের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হবে। 

ভারতের 'প্রতিবেশী প্রথম' নীতির গুরুত্বপূর্ণ অংশীদার নেপাল। উভয় দেশের মধ্যে নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। 

দু-দেশের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের ঐতিহ্য বজায় রেখে টেলিফোনে বাক্যালাপ হয়েছে। 


 
AC/CB/AS/


(Release ID: 1946141) Visitor Counter : 111