স্বরাষ্ট্র মন্ত্রক
আন্তর্জাতিক মাদক ও চোরাচালান বিরোধী দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের বার্তা
Posted On:
26 JUN 2023 11:55AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৩
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাদকের বিরুদ্ধে যে নীতি নিয়েছে তাতে বর্তমানে সুফল পাওয়া যাচ্ছে। এই নীতির অন্যতম স্তম্ভ হল মোদী সরকারের সার্বিক ভূমিকা যেখানে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ফলে এই নীতি আরও কার্যকরী হয়ে উঠেছে।
আন্তর্জাতিক মাদক ও চোরাচালান বিরোধী দিবসে তাঁর বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে ২৬ জুনের এই দিনে তিনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত সকল সংস্থা ও মানুষকে অভিনন্দন জানাচ্ছেন। এবারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সর্বভারতীয় স্তরে যে ‘নশা মুক্ত পখওয়াড়া’র আয়োজন করছে সেটিও খুব আনন্দের বিষয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, এটা সকলেরই সঙ্কল্প যে ভারতে মাদকের ব্যবসা চলতে দেওয়া হবে না। ভারতের মাধ্যমে মাদক পাচারও চলতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে এই অভিযানে দেশের সবক’টি গুরুত্বপূর্ণ সংস্থা, বিশেষ করে ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ নিয়মিত লড়াই চালাচ্ছে। এই অভিযানকে শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০১৯-এর এনকর্ড স্থাপন করেছে এবং প্রতিটি রাজ্যের পুলিশ দপ্তরে অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ) তৈরি করা হয়েছে। ২০২৩-এর এপ্রিলে দিল্লিতে এএনটিএফ-এর প্রথম জাতীয় সম্মেলনটি হয়।
শ্রী অমিত শাহ বলেন, মাদকের অপব্যবহার এবং তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জাতীয় স্তরে প্রচার চালানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত মঞ্চের মাধ্যমে। মাদকের বিরুদ্ধে সকলের সার্বিক এবং সমন্বিত লড়াইয়ের ফলে হল ২০০৬-২৩-য় মাত্র ৭৬৮ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। সেটি ৩০ গুণ বেড়ে ২০১৪-২২-এ হয়েছে ২২ হাজার কোটি টাকা। পূর্বের তুলনায় মাদক কারবারীদের বিরুদ্ধে মামলার সংখ্যা ১৮১ শতাংশ বেড়েছে। এতেই বোঝা যায় মাদকমুক্ত ভারত গঠনে মোদী সরকারের সঙ্কল্প। ২০২২-এর জুনে বাজেয়াপ্ত মাদকের পুনর্ব্যবহার রুখতে নষ্ট করে দেওয়ার অভিযান শুরু হয়েছিল। এই অভিযানে সারা দেশে ৬ লক্ষ কেজি বাজেয়াপ্ত মাদক এ পর্যন্ত নষ্ট করে ফেলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন যে মাদক চাষ ধ্বংস করাই হোক, কিংবা জনসচেতনতার প্রসারই হোক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে প্রয়াস চালাচ্ছে ‘মাদকমুক্ত ভারত’ গড়তে। তবে এই লড়াই মানুষের অংশগ্রহণ ছাড়া জেতা সম্ভব নয়। এই উপলক্ষে তিনি সকল দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মাদক থেকে দূরে থাকার জন্য। মাদক শুধুমাত্র যুব সম্প্রদায় এবং সমাজকে ঝাঁঝরা করে দেয় তাই নয়, মাদক চোরাচালান থেকে প্রাপ্ত অর্থ দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। তিনি সকল মানুষের কাছে আবেদন জানিয়েছেন মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং যেখানেই মাদক ব্যবসার খোঁজ পাওয়া যাবে তৎক্ষণাৎ তা পুলিশকে জানানোর জন্য।
শ্রী অমিত শাহ বলেছেন, তিনি নিশ্চিত যে এররকম সমন্বিত প্রয়াসেই মাদক সমস্যা দূরীকরণ করা যাবে এবং ‘মাদকমুক্ত ভারত’ গঠন করার লক্ষ্য পূরণ করা যাবে। তিনি মোদী সরকারের সঙ্কল্প পূরণ করার লক্ষ্যে এনসিবি এবং অন্য প্রতিষ্ঠানগুলির অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না মাদকের বিরুদ্ধে লড়াইয়ে জয় আসছে ততক্ষণ লড়াই চলবে।
CG/AP/DM/
(Release ID: 1935339)
Visitor Counter : 226