প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নতুন ভারত : সকলের মর্যাদাপূর্ণ জীবন

Posted On: 01 JUN 2023 6:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ জুন, ২০২৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়ই নিজেকে দেশের “প্রধান সেবক” হিসেবে উল্লেখ করেন। তাঁর প্রতিটি নীতির কেন্দ্রবিন্দুতে রাখেন দেশের নাগরিকদের। তাঁর আকর্ষণীয় নেতৃত্ব, অমায়িক প্রকৃতি, মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা ও দশকের পর দশক ধরে জনসেবায় অবদান তাঁকে ভারতীয় চেতনার ভিত্তিতে সম্পৃক্ত করেছে। দেশের মানুষের, বিশেষত দরিদ্র এবং বঞ্চিতদের অভাব-অভিযোগের প্রতি সংবেদনশীল কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রীর মনোভাবকেই প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে একটি নিবন্ধ শেয়ার করেছে।

অতুলনীয় সেবার মাধ্যমে এযাবৎ বঞ্চিতদের মর্যাদা সুনিশ্চিত করা।

#গরিবকল্যাণের৯বছর

CG/AC/SKD


(Release ID: 1934340) Visitor Counter : 109