প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৩ – এর মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপ বিজয়ী ভারতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 11 JUN 2023 9:16PM by PIB Kolkata

                                                                                                                                                                নয়াদিল্লি, ১১ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩ – এর মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপ বিজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “২০২৩ – এর মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপ বিজয়ী আমাদের তরুণ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাই! এই দলের সদস্যরা তাঁদের অধ্যাবসায়, প্রতিভা ও দলগত নৈপুণ্য প্রদর্শন করেছে। তাঁরা দেশকে গর্বিত করেছেন। আগামী দিনে তাঁদের সাফল্য কামনা করি”।

CG/CB/SB……


(Release ID: 1932580) Visitor Counter : 110