প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জনগণের মধ্যে পড়ার আগ্রহ বাড়াতে কব্বন রিডস-এর প্রয়াসের প্রশংসা করেছেন

Posted On: 12 JUN 2023 6:45PM by PIB Kolkata

                                                                                                                                                           নতুন দিল্লি, ১২ জুন, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনগণের মধ্যে পড়ার প্রতি আগ্রহ বাড়াতে কব্বন রিডস (একটি পাঠকগোষ্ঠী)-এর প্রয়াসের প্রশংসা করেছেন।

লোকসভার সাংসদ শ্রী পি সি মোহনের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটবার্তায় বলেন ;

“পড়ার আগ্রহ তৈরীর জন্য প্রশংসনীয় প্রচেষ্টা”


CG/PM/AS


(Release ID: 1931925) Visitor Counter : 100