প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজ্য গঠন দিবসে তেলেঙ্গানার অধিবাসীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 02 JUN 2023 10:14AM by PIB Kolkata

                                                                                                                                                       নয়াদিল্লি, ২ জুন, ২০২৩
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্য গঠন দিবসে তেলেঙ্গানার অধিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“তেলেঙ্গানা রাজ্যের গঠন দিবসে এই অসাধারণ রাজ্যের মানুষকে আমার শুভেচ্ছা। এখানকার মানুষের দক্ষতা এবং এর সমৃদ্ধ সংস্কৃতি বহুল সমাদৃত। আমি তেলেঙ্গানার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করি।”

CG/SD/DM/


(Release ID: 1929249) Visitor Counter : 137