তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মন কি বাত ১০০ কোটি শ্রোতার কাছে পৌঁছেছে, শততম পর্বের আগে আইআইএম – এর সমীক্ষায় প্রকাশ


আইআইএম রোহতকের রিপোর্ট অনুযায়ী মন কি বাত – এর নিয়মিত শ্রোতা ২৩ কোটি এবং ৯৬ শতাংশ দেশবাসী এই জনপ্রিয় বেতার অনুষ্ঠান সম্পর্কে জানেন

রিপোর্টে বলা হয়েছে যে, মন কি বাত আচরণের উপর প্রভাব ফেলে, ৬০ শতাংশ মানুষ দেশ গঠনে আগ্রহী, ৭৩ শতাংশ মানুষ মনে করেন, দেশ সঠিক পথেই এগিয়ে চলেছে

Posted On: 24 APR 2023 6:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২৩

 

দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত সম্পর্কে জানেন। এই অনুষ্ঠান ১০০ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং তাঁরা অন্তত একবার এই অনুষ্ঠানটি শুনেছেন। প্রসার ভারতী এবং এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, রোহ্তক শাখার যৌথ উদ্যোগে চালানো এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এক সাংবাদিক বৈঠকে এই সমীক্ষার কথা জানিয়েছেন প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী এবং আইআইএম রোহতকের অধিকর্তা শ্রী ধীরাজ পি শর্মা।

শ্রী শর্মা সাংবাদিক বৈঠকে বলেন যে, ২৩ কোটি দেশবাসী নিয়মিত এই অনুষ্ঠান শুনে থাকেন এবং ৪১ কোটি মানুষ কখনও কখনও এই অনুষ্ঠান শোনেন। এই সমীক্ষা-ই প্রধানমন্ত্রীর বেতার অনুষ্ঠানটির জনপ্রিয়তার সাক্ষ্য বহন করছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি, তাঁদের প্রতি তাঁর মানবিক দৃষ্টিভঙ্গীও তুলে ধরেন। দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় এই অনুষ্ঠান একটি আলাদা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে।

ইতিমধ্যে মন কি বাত – এর ৯৯টি পর্ব সম্পন্ন হয়েছে। শ্রোতাদের অধিকাংশই সরকারের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল এবং ৭৩ শতাংশ মানুষ আশাবাদী। তাঁরা বিশ্বাস করেন যে, দেশ সঠিক পথেই এগোচ্ছে। ৫৮ শতাংশ শ্রোতা জানিয়েছেন, তাঁদের জীবনযাত্রায় মানোন্নয়ন ঘটেছে। অন্যদিকে, ৫৯ শতাংশ মানুষ সরকারের উপর তাঁদের আস্থার কথা জানিয়েছেন। ৬৩ শতাংশ শ্রোতা বলেছেন, সরকারের প্রতি তাঁদের মনোভাব ইতিবাচক এবং ৬০ শতাংশ মানুষ দেশ গঠনের কাজে তাঁদের অঙ্গীকারের কথা জানিয়েছেন।

তিনটি ভাগে এই সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ৪৪.৭ শতাংশ মানুষ টিভি-তে এবং ৩৭.৬ শতাংশ মানুষ মোবাইলে এই অনুষ্ঠান উপভোগ করেছেন। টিভি’তে এই অনুষ্ঠান দেখে যে ৬২ শতাংশ মানুষ সাড়া দিয়েছেন, তাঁদের বয়স ১৯ থেকে ৩৪ বছরের মধ্যে। ৬৫ শতাংশ শ্রোতা হিন্দিতেই মন কি বাত অনুষ্ঠানটি শুনতে চান। অন্যদিকে, ১৮ শতাং

শ শ্রোতা ইংরেজিতে শোনার পক্ষপাতি।

শ্রী ধীরাজ শর্মা আরও জানান যে, মোট ১০ হাজার ৩ জনের উপর এই সমীক্ষাটি চালানো হয়েছিল। এর মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ মহিলা। ৬৮টি বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছিল। এর মধ্যে ৬৪ শতাংশ মানুষ অনিয়মিত এবং স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত। আর ২৩ শতাংশ শ্রোতা হলেন পড়ুয়া।

শ্রী গৌরব দ্বিবেদী জানান, ২২টি ভারতীয় এবং ২৯টি আঞ্চলিক ভাষা ছাড়াও মন কি বাত – এর শ্রোতাদের মধ্যে ইংরেজি বাদে ১১টি বিদেশি ভাষার শ্রোতাও রয়েছেন। বিদেশি ভাষাগুলি হ’ল – ফরাসী, চীনা, ইন্দোনেশীয়, তিব্বতী, বার্মা, বালুচি, আরবি, পাস্তু, পার্সি, দরি এবং স্বয়াহিলি। মন কি বাত অল ইন্ডিয়া রেডিও-র ৫০০টিরও বেশি কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়ে থাকে।

প্রেক্ষাপট: ২০১৪ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সূচনা হয়েছিল এবং প্রতি মাসের শেষ রবিবার অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে ৩০ মিনিটের এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে। ৩০ এপ্রিল এই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্পন্ন হতে চলেছে।

 

PG/MP/SB


(Release ID: 1919514) Visitor Counter : 197