প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এসটি সঙ্গমম অতিথিদের উষ্ণ অভ্যর্থনার জন্য বাদলপাড়ার মানুষের প্রশংসায় প্রধানমন্ত্রী

Posted On: 25 APR 2023 9:23AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৌরাষ্ট্র তামিল সঙ্গমম অতিথিদের পরিবারের মতোই উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সোমনাথের বাদলপাড়া গ্রামের মানুষদের প্রশংসা করেছেন।

এসটি সঙ্গমম – এর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “অত্যন্ত হৃদয়স্পর্শী। বাদলপাড়ার মানুষকে অভিনন্দন”।

 

PG/MP/SB


(Release ID: 1919493)