প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অরুণাচল প্রদেশের গাংখার-এ শার নিমা তোশো সুম নাময়িগ লাখাং (গনপা)-এর উদ্বোধনের প্রশংসা প্রধানমন্ত্রীর

Posted On: 17 APR 2023 10:03AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের গাংখার-এ মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু শার নিমা তোশো সুম নাময়িগ লাখাং (গনপা)-এর উদ্বোধন করায় প্রশংসা করেছন।


অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :


“এই পবিত্র স্থান ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আকৃষ্ট করুক এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে আমাদের রাষ্ট্রের যে নিবিড় সংযোগ তাকে আরও গভীরতা দিক।”

PG/AB/DM


(Release ID: 1917283) Visitor Counter : 137