প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিবিনগরের এইমস্ – এর পরিকাঠামোর মানোন্নয়নের ফলে তেলেঙ্গানা উপকৃত হবে : প্রধানমন্ত্রী

Posted On: 06 APR 2023 4:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিবিনগরের এইমস্ – এর পরিকাঠামোর মানোন্নয়নের ফলে তেলেঙ্গানা উপকৃত হবে এবং দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের উদ্যোগ আরও গতি পাবে।  

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, ৮ এপ্রিল বিবিনগর এইমস্ – এর অত্যাধুনিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “বিবিনগর এইমস্ – এর পরিকাঠামোর মানোন্নয়নে তেলেঙ্গানা উপকৃত হবে এবং দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের উদ্যোগ আরও গতি পাবে”।  


PG/CB/SB


(Release ID: 1915103) Visitor Counter : 116