মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

পরিবেশ-বান্ধব জ্বালানি উৎপাদন প্রচেষ্টায় বিনিয়োগ সম্পর্কিত সুনির্দিষ্ট বাধ্যবাধকতার বাইরে নিয়ে আসা হল এনটিপিসি লিমিটেডকে

Posted On: 17 MAR 2023 7:22PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৩


পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনে বিনিয়োগের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারি মহারত্ন সংস্থাগুলির অনুকূলে ক্ষমতা হস্তান্তর বা তা নির্দিষ্ট করে দেওয়ার সরকারি নির্দেশিকার বাইরে রাখা হবে এনটিপিসি লিমিটেডকে। এই মর্মে আজ এক সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থির হয়েছে যে এনটিপিসি-র রিনিউয়েবল এনার্জি লিমিটেড (এনআরইএল) এবং সংস্থার অন্যান্য জয়েন্ট ভেঞ্চার ও সহযোগী সংস্থাগুলিতে বিনিয়োগ সম্পর্কিত ৫,০০০ থেকে ৭,৫০০ কোটি টাকার ঊর্ধ্বসীমার যে বাধ্যবাধকতা ছিল এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড (এনজিইএল)-কে তার বাইরে রাখা হয়েছে। এতদিন পর্যন্ত ঐ সংস্থাগুলির নিট সম্পদের ১৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগের অনুমতি দেওয়া হত। মন্ত্রিসভার আজকের এই সিদ্ধান্ত গ্রহণের কারণ হল এনটিপিসি লিমিটেডের পুনর্নবীকরণযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রাকে ৬০ গিগাওয়াটে উন্নীত করা।


প্রসঙ্গত উল্লেখ্য, সিওপি-২৬-এর প্রতি ভারতের দায়বদ্ধতার কারণে কেন্দ্রীয় সরকার বাতাসে কার্বন নির্গমনের মাত্রা হ্রাস করতে বদ্ধপরিকর। এজন্য আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অ-জীবাশ্ম জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে এনটিপিসি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে এনজিইএল-এর অবদান রয়েছে যথেষ্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে বিনিয়োগ সম্পর্কিত সুনির্দিষ্ট বাধ্যবাধকতার বাইরে এনটিপিসি-কে নিয়ে আসার ফলে পরিবেশ-বান্ধব জ্বালানি উৎপাদনে ভারত কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তারই বার্তা পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন দেশের কাছে। শুধু তাই নয়, এর ফলে জ্বালানি উৎপাদনের চিরাচরিত উৎসগুলির ওপর নির্ভরশীলতাও ক্রমান্বয়ে হ্রাস পাবে।


আরও একটি উল্লেখ্য বিষয় হল, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনাও আরও প্রসার লাভ করবে।

PG/SKD/DM



(Release ID: 1909529) Visitor Counter : 102