প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৫ বছর পর্যন্ত শিশুদের জন্য ককলিয়া প্রতিস্থাপন প্রকল্পের প্রভাবকে স্বাগত জানিয়েছেন


আমরা আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা নিবেদিত: প্রধানমন্ত্রী

Posted On: 03 MAR 2023 6:26PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩  মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী ককলিয়া প্রতিস্থাপন প্রকল্পের প্রভাবকে স্বাগত জানিয়েছেন। এইক্ষেত্রে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে অপারেশন করা হয়। অপারেশনের খরচ ছয় লক্ষ টাকা।

কেন্দ্রীয় বিদ্যুৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জারের একটি ট্যুইট শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“খুব ভালো তথ্য। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সর্বদাই নিবেদিত৷”

 

PG/PM/NS


(Release ID: 1904323) Visitor Counter : 161