যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী আগামীকাল পাঞ্জাবের রোপারে যুব উৎসব - ইন্ডিয়া@২০৪৭ – এর সূচনা করবেন
Posted On:
03 MAR 2023 11:55AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২৩
দেশ জুড়ে যুব উৎসব – ইন্ডিয়া@২০৪৭ – এর সূচনা হতে চলেছে আগামীকাল। পাঞ্জাবের রোপারে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ঐ একই অনুষ্ঠানে তিনি যুব উৎসবের ড্যাশ বোর্ড – এরও সূচনা করবেন। আগামীকাল রোপার ছাড়াও উত্তর প্রদেশের প্রতাপগড়, উত্তরাখন্ডের হরিদ্বার, মধ্যপ্রদেশের ধার ও হোসাঙ্গাবাদ, রাজস্থানের হনুমানগড়, ঝাড়খন্ডের সারাইকেলা, পাঞ্জাবের কাপুরথালা, মহারাষ্ট্রের জলগাঁও, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, তেলেঙ্গানার করিমনগর, কেরলের পালাক্কাড় এবং তামিলনাডুর কুডালোরে এই উৎসবের সূচনা হবে।
দেশের যুবশক্তিকে স্বীকৃতি দিতে প্রথম পর্বে ১৫০টি জেলায় আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত এই উৎসবের আয়োজন করা হয়েছে।
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্ত নেহরু যুব কেন্দ্র সংগঠন দেশের প্রতিটি জেলায় এই উৎসবের আয়োজন করবে। আগামী জুন মাস পর্যন্ত ত্রিস্তরীয় এই উৎসবের প্রথম পর্ব জেলা-ভিত্তিক। চলতি অর্থবর্ষে ১৫০টি জেলায় স্কুল ও কলেজে যুব উৎসবের আয়োজন করা হবে। বিজয়ীরা অগাস্ট থেকে সেপ্টেম্বরে সংশ্লিষ্ট রাজ্যের রাজধানীতে রাজ্য পর্যায়ের উৎসবে অংশগ্রহণ করবেন। অক্টোবরের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে জাতীয় স্তরে আয়োজিত উৎসবে রাজ্য স্তরে বিজয়ীরা অংশগ্রহণ করবেন। জাতীয় পর্যায়ের এই উৎসব অনুষ্ঠিত হবে দিল্লিতে।
উৎসবে তরুণ শিল্পী, লেখক-লেখিকা ও ফটোগ্রাফাররা দেশের সমৃদ্ধ সংস্কৃতিকে তাঁদের সৃষ্টির মাধ্যমে তুলে ধরবেন। উৎসবে আয়োজিত প্রতিযোগিতার বিষয়গুলি হ’ল – উন্নত ভারতের লক্ষ্য পূরণ; ঔপনিবেশিক মানসিকতা দূর করা; আমাদের ঐতিহ্যের প্রতি গর্ববোধ; একতা ও সৌহার্দ্যবোধ এবং নাগরিকদের মধ্যে কর্তব্য বোধ। অমৃতকালে যে ৫টি সংকল্প নেওয়া হয়েছে, তা পূরণে জনঅংশীদারিত্বের সঙ্গে যুবশক্তিকে যুক্ত করতে হবে। ১৫ – ২৯ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় তরুণ চিত্রশিল্পী, লেখক এবং ফটোগ্রাফারদের প্রতিভা তুলে ধরা হবে।
যুব উৎসবে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর ছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। উৎসবে কিছু স্টল থাকবে। ফিট ইন্ডিয়া, ড্রোন প্রদর্শন, গ্রামোন্নয়ন, অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং অর্থনৈতিক পরিষেবা, ৫-জি প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, দক্ষতা বিকাশ, ব্লক চেন সার্টিফিকেট, জেলাস্তরে বিভিন্ন অখ্যাত নায়কদের তথ্য সামনে নিয়ে আসার উদ্যোগ – বীর গাথা সহ বিভিন্ন বিষয়ের উপর স্টল থাকবে। ভারতের তরুণ নাগরিক ও প্রাচীন ইতিহাসের সমাবেশ এই উৎসবে প্রতিফলিত হবে। স্বাধীনতার অমৃতকালে গৃহীত ৫টি শপথ বাস্তবায়নের মধ্য দিয়ে ভারত আগামী দিনে উন্নত রাষ্ট্র হয়ে উঠবে।
PG/CB/SB
(Release ID: 1903861)
Visitor Counter : 142
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam