প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উন্নয়ন প্রচেষ্টার জন্য রাজ্যের অধিবাসীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 07 JAN 2023 3:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৩

 

শিক্ষা, পর্যটন, সংযোগ ও যোগাযোগ এবং জ্বালানীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে উন্নয়ন প্রচেষ্টার জন্য নাগাল্যান্ডের অধিবাসীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী শ্রী নেফিউ রিও-র এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “নাগাল্যান্ডের ভাই-বোনদের জানাই আমার অভিনন্দন। শিক্ষা, পর্যটন, সংযোগ ও যোগাযোগ এবং জ্বালানীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নানা উন্নয়ন প্রচেষ্টার কাজে তাঁরা যুক্ত রয়েছেন। নাগাল্যান্ডের কর্মচঞ্চল মানুষদের আশা-আকাঙ্খা পূরণে এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ”।

 

PG/SKD/SB


(Release ID: 1889483) Visitor Counter : 152