প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইজরায়েলের সাধারণ নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রধানমন্ত্রী ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দেওয়ায় ইজরায়ের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড-কে ধন্যবাদ জানিয়েছেন

Posted On: 04 NOV 2022 9:03AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪  নভেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।

ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দেওয়ায়  শ্রী মোদী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড-কেও ধন্যবাদ জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“নির্বাচনে সাফল্যের জন্য আমার বন্ধু @netanyahu-কে মাজেল টোভ (অভিনন্দন)। ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার জন্য আমাদের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে, সে বিষয়ে আমি আশাবাদী।”

“ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দেওয়ায় @yairlapid- আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আমাদের জনসাধারণের পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে ফলপ্রসূ মতবিনিময় করেছি তা অব্যাহত থাকবে।”

 

PG/CB/NS


(Release ID: 1873699) Visitor Counter : 131