প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান শ্রীরামলালা বিরাজমান-এর দর্শন এবং পূজা করেছেন

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থল পরিদর্শন করেছেন

Posted On: 23 OCT 2022 7:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অক্টোবর ২০২২

দীপাবলির প্রাক্কালে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যা সফর করলেন এবং ভগবান শ্রীরামলালা বিরাজমান-এর দর্শন এবং পূজা করলেন। প্রধানমন্ত্রী শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন করেন। তিনি মন্দির স্থলে শ্রমজীবী সহ এই পবিত্র প্রকল্পে যুক্ত মানুষদের সঙ্গেও কথা বলেন।

 

PG/AP/DM


(Release ID: 1873406) Visitor Counter : 103