প্রধানমন্ত্রীরদপ্তর

দিল্লির কালকাজি অঞ্চলে ঝুপড়িবাসীদের জন্য নবনির্মিত ৩০২৪টি ফ্ল্যাটের দ্বারোদ্ঘাটন ও চাবি হস্তান্তর কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Posted On: 01 NOV 2022 4:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ নভেম্বর ২০২২

 

দিল্লির ঝুপড়িবাসীদের জন্য ৩০২৪টি নবনির্মিত ফ্ল্যাটের আগামীকাল দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ফ্ল্যাটগুলি নির্মিত হয়েছে দিল্লির কালকাজি অঞ্চলে। যেখানে যেমন যে অবস্থায় আছে – এই ধরনের বস্তিবাসীদের পুনর্বাসনকল্পে এই প্রকল্পটির কাজ হাতে নেওয়া হয়। ফ্ল্যাটগুলির দ্বারোদ্ঘাটন করে তার চাবিগুলি সুফল গ্রহীতাদের কাছে হস্তান্তরও করবেন তিনি। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ভূমিহীনদের জন্য এক শিবিরে এই দ্বারোদ্ঘাটন ও চাবি হস্তান্তর কর্মসূচিটি অনুষ্ঠিত হবে ২ নভেম্বর বিকেলে।

প্রধানমন্ত্রীর ‘সকলের জন্য বাসস্থান’-এর স্বপ্ন পূরণে দিল্লির ৩৭৬টি ঝুপড়িগুচ্ছ-এর জন্য এই পুনর্বাসন প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে ছিল দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ)-এর হাতে। ঝুপড়িবাসীরা যাতে এক উন্নততর এবং সুস্থ জীবনযাপনের সুবিধা ভোগ করতে পারেন সেজন্য এই ফ্ল্যাটগুলিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ এ ধরনের তিনটি প্রকল্প রূপায়ণের হাতে নিয়েছে কালকাজি এক্সটেনশন, জেলারওয়ালাবাগ এবং কাঠপুতলি কলোনিতে। ভূমিহীন শিবির, নবজীবন শিবির এবং জওহর শিবির নামে এই গুচ্ছ ফ্ল্যাটগুলি নির্মিত হবে পর্যায়ক্রমে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩০২৪টি ফ্ল্যাট আজ তুলে দেওয়া হবে নির্দিষ্ট সুফল গ্রহীতাদের কাছে। প্রথম পর্যায়ের প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে ৩৪৫ কোটি টাকার মতো।

 

PG/SKD/DM/



(Release ID: 1873024) Visitor Counter : 107