প্রধানমন্ত্রীরদপ্তর

ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর


বিশ্ব আয়ুষ সম্মেলনে প্রদত্ত তাঁর ভাষণটিও তিনি তুলে ধরেছেন সকলের কাছে

Posted On: 22 OCT 2022 7:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ অক্টোবর ২০২২

 

ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সকলের স্বাস্থ্য ও সমৃদ্ধির সঙ্গে ধনতেরাসের শুভ যোগের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে ভারতের চিরাচরিত তথা প্রথাগত চিকিৎসা পদ্ধতি ও যোগাভ্যাস এখন সমাদৃত বিশ্বজুড়ে। বিশ্ব আয়ুষ শীর্ষ সম্মেলনে প্রদত্ত তাঁর সাম্প্রতিক ভাষণটিও তিনি তুলে ধরেছেন সকলের কাছে।

এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন :

“শুভ ধনতেরাস উপলক্ষে সকলকে অভিনন্দন। দেশবাসীর জীবন সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা জানাই। সম্পদ সৃষ্টির মানসিকতা সমাজে আরও প্রসার লাভ করুক, এই কামনাও রইল।”

“সুখ ও স্বাস্থ্যের সঙ্গে ধনতেরাসের এক নিবিড় সম্পর্ক রয়েছে। সাম্প্রতিককালে ভারতের চিরাচরিত তথা প্রথাগত চিকিৎসাপদ্ধতি ও যোগাভ্যাস বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ক্ষেত্রগুলিতে যাঁরা কর্মরত রয়েছেন তাঁদের আমি প্রশংসা করি। সম্প্রতি বিশ্ব আয়ুষ সম্মেলনে আমি যে বক্তব্য রেখেছিলাম তা এখন সকলের সামনে তুলে ধরলাম।”

 

PG/SKD/DM/



(Release ID: 1870987) Visitor Counter : 89