প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১৮ অক্টোবর লোথালে জাতীয় সমুদ্র ঐতিহ্য চত্বরে কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন


৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে

Posted On: 17 OCT 2022 7:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ অক্টোবর বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে গুজরাটের লোথালে নির্মীয়মান জাতীয় সমুদ্র ঐতিহ্য কেন্দ্রের কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি।

হরপ্পা সভ্যতার অন্যতম বিশেষ বন্দর শহর লোথাল, এখানে সবচেয়ে প্রাচীন মানুষের তৈরি জাহাজঘাঁটি পাওয়া গেছে। এই শহরের ঐতিহাসিক গুরুত্বের দিকে নজর রেখে এই সমুদ্র ঐতিহ্য চত্বর বিশেষ তাৎপর্যপূর্ণ।

লোথালে এই জাতীয় সমুদ্র ঐতিহ্য কেন্দ্রটি ভারতের সমৃদ্ধশালী ও বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, লোথালকে বিশ্ব মানের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। পর্যটন বাড়লে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

এই চত্বরটির নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের মার্চ মাস থেকে। এতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। এখানে হরপ্পা গঠনশৈলীর ও জীবনযাত্রার উপর নির্ভর করে চারটি পার্ক গড়ে তোলা হবে। এর মধ্যে স্মারক পার্ক, সমুদ্র পার্ক, জলবায়ু বিষয়ক পার্ক এবং বিনোদনমূলক পার্ক থাকবে। গড়ে তোলা হবে বিশ্বের দীর্ঘতম লাইটহাউস সংগ্রহশালা।

 

PG/PM/SB


(Release ID: 1869193) Visitor Counter : 110