প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ১৮ অক্টোবর ৯০তম ইন্টারপোল সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন

Posted On: 17 OCT 2022 3:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ অক্টোবর নতুন দিল্লির প্রগতি ময়দানে দুপুর ১টা ৪৫ মিনিটে মিনিটে ৯০তম ইন্টারপোল সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ইন্টারপোল - এর ৯০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে ইন্টারপোল – এর ১৯৫টি সদস্য দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, জাতীয় তদন্ত ব্যুরো’র প্রধান এবং বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিরা অংশ নেবেন। এই সাধারণ অধিবেশনটি হ’ল ইন্টারপোল - এর সর্বোচ্চ পরিচালন গোষ্ঠী, যারা বছরে একবার মিলিত হয়ে এর কার্যপ্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে।

প্রায় ২৫ বছর পর ভারতে ইন্টারপোল সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এটি শেষবার অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে ২০২২ সালে নতুন দিল্লিতে ইন্টারপোল সাধারণ অধিবেশন আয়োজন করার জন্য ভারতের প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সাধারণ অধিবেশনে গৃহীত হয়। এই অনুষ্ঠানটি সমগ্র বিশ্বের কাছে ভারতের আইন-শৃঙ্খলা ব্যবস্থার সেরা অনুশীলনগুলি প্রদর্শন করার একটি সুযোগ করে দেবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল রাইসি এবং মহাসচিব শ্রী জুরগেন স্টক, সিবিআই অধিকর্তাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

PG/AB/SB



(Release ID: 1868757) Visitor Counter : 139