প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান শিক্ষা চালু হওয়াকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 16 OCT 2022 7:07PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৬ অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভোপালে হিন্দিতে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা চালু হওয়াকে সাধুবাদ জানিয়েছেন। শ্রী মোদী একে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, নিজেদের ভাষায় চিকিৎসা বিজ্ঞান শিক্ষালাভ করতে পেরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবেন এবং দেশে তা সদর্থক পরিবর্তন নিয়ে আসবে। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের কাছে এটা অনেক সম্ভাবনার দরজা উন্মুক্ত করে দেবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর একটি ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;

“চিকিৎসা বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে এই সূচনা দেশে এক বড় সদর্থক পরিবর্তন নিয়ে আসবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিজেদের ভাষায় চিকিৎসা বিজ্ঞান শিক্ষালাভ করতে পারবে এবং এরফলে তাদের জন্য অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।”

PG/AB/NS


(Release ID: 1868455)