প্রধানমন্ত্রীরদপ্তর

দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী মন্তব্য

Posted On: 21 MAR 2022 1:54PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২১  মার্চ, ২০২২

আমার প্রিয় বন্ধু স্কট, নমস্কার!

নির্বাচনে জয়লাভ এবং হোলি উৎসব উপলক্ষে আপনার শুভেচ্ছা পেয়ে আমি কৃতজ্ঞ।

সমস্ত ভারতীয়ের তরফ থেকে নিউ সাউথওয়েল্স এবং কুইন্সল্যান্ডে বন্যায় জীবন এবং সম্পত্তি হানিতে আমি আমার সমবেদনা ব্যক্ত করতে চাই।

আমাদের শেষ ভার্চুয়াল শিখর বৈঠকে আমাদের সম্পর্ককে একটি সর্বাত্মক, কৌশলগত সহযোগিতায় উত্তীর্ণ করতে পেরেছি। দুটি দেশের মধ্যে বার্ষিক শিখর বৈঠকের গঠন প্রক্রিয়া আমরা স্থির করছি। আমাদের সম্পর্কের নিয়মিত পর্যালোচনার ক্ষেত্রে এটি একটি গঠনতান্ত্রিক কৌশল হিসেবে গড়ে উঠবে।

মাননীয়,

গত কয়েক বছরে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য প্রসার লাভ করেছে। বাণিজ্য এবং বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, শিক্ষা এবং উদ্ভাবন, বিজ্ঞান এবং প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রেই আমাদের দৃঢ় সহযোগিতা রয়েছে। কোভিড-১৯ গবেষণা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের ক্ষেত্রে আমাদের সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সেলেন্স ফর ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি পলিসি স্থাপনের ঘোষণাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সাইবার এবং জটিল এবং উদ্ভুত প্রযুক্তির ক্ষেত্রে আমাদের মধ্যে উন্নত সহযোগিতা সমন্বয় রয়েছে ধরে নেওয়া যায়। আমাদের মধ্যেকার অনুরূপ মূল্যবোধ সম্পন্ন দেশগুলির এই সমস্ত উদ্ভুত প্রযুক্তির ক্ষেত্রে উপযুক্ত বিশ্বমান গ্রহণ করা দায়িত্ব হিসেবে দেখা উচিত।

মাননীয়,

এক্ষেত্রে আমাদের সর্বাত্মক আর্থিক সহযোগিতা চুক্তি- সিইসিএ নিয়ে আপনি যা বলেছেন সে ব্যাপারে আমিও বলতে চাই যে খুবই অল্প সময়ের মধ্যে অসাধারণ অগ্রগতি লাভ করা গেছে। আমার দৃঢ় বিশ্বাস যে অবশিষ্ট বিষয়গুলির ক্ষেত্রেও আমরা শীঘ্রই সহমতে পৌঁছাতে পারবো। সিইসিএ-র অগ্রিম সম্পাদন আর্থিক সহযোগিতা, আর্থিক পুনরুদ্ধার এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

চর্তুমুখী নিরাপত্তা ডায়লগ- কোয়াডের ক্ষেত্রে আমাদের মধ্যে ভালো সমন্বয় রয়েছে এবং এই সমন্বয় উন্মুক্ত, খোলামেলা ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা এবং সহযোগিতার মধ্যে দিয়ে তা প্রতিফলিত হয়। কোয়াডের সাফল্য আঞ্চলিক এবং বিশ্ব সুস্থিতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

মাননীয়,

ভারতের প্রাচীন প্রত্ন সামগ্রী ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি উদ্যোগ নেওয়ায় আপনাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আপনার ফিরিয়ে দেওয়া প্রাচীন প্রত্ন সামগ্রীর মধ্যে রয়েছে কয়েকশো বছরের প্রাচীন প্রতিমা এবং রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট, হিমাচল প্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যগুলি থেকে বেআইনীভাবে চোরাচালান হয়ে যাওয়া ছবি। সমস্ত ভারতীয়ের তরফ থেকে এজন্য আমি আপনাকে বিশেষভাবে সাধুবাদ জানাতে চাই। এই যাবতীয় প্রতিমা এবং অন্য যেসব সামগ্রী ফিরিয়ে দিয়েছেন তা তাদের সুনির্দিষ্ট জায়গাতেই ফেরত পাঠানো হবে। এই উদ্যোগ নেওয়ার জন্য পুনরায় আমি সর্বান্তকরণে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া মহিলা টিমের অসাধারণ সাফল্যের জন্য অনেক অভিনন্দন। শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে। তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। দু-দেশের দলের প্রতি আমার শুভেচ্ছা রইল।

মাননীয়,

আপনার সঙ্গে আজ মত-বিনিময়ের সুযোগ পেয়ে আমি আমার আনন্দ প্রকাশ করছি।

গণ-মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী সভায় আমি আমার বক্তব্যে ইতি টানছি। এরপর কয়েক মুহূর্তের বিরতি। আলোচ্যসূচির অন্য বিষয়ে আমি আমার বক্তব্য জানাবো।

প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছেন।

 

PG/AB/NS



(Release ID: 1867860) Visitor Counter : 100