প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মানিকরাও গভিত-এর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 17 SEP 2022 7:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২২

 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মানিকরাও গভিত-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন,

“প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মানিকরাও গভিত-এর প্রয়াণে আমি শোকাহত। তিনি ছিলেন অভিজ্ঞতম সাংসদদের অন্যতম। আদিবাসী সম্প্রদায়গুলির ক্ষমতায়নের লক্ষ্যে তিনি নানাভাবে চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর পরিবার-পরিজন এবং অনুগামীদের আমি শোক ও সমবেদনা জানাই। ওঁ শান্তি!” 

 

PG/SKD/DM/


(Release ID: 1860438) Visitor Counter : 110