যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

প্রথম খেলো ইন্ডিয়া মহিলাদের জুডো প্রতিযোগিতা ২০২২-এর ২৭ অগাস্ট থেকে শুরু হবে গুয়াহাটির সাই কেন্দ্রে

Posted On: 25 AUG 2022 1:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২২

প্রথম খেলো ইন্ডিয়া মহিলাদের জুডো প্রতিযোগিতা ২৭ অগাস্ট থেকে শুরু হবে পূর্বাঞ্চলে গুয়াহাটির সাই কেন্দ্রে। দেশের ৪টি অঞ্চল-ভিত্তিক এই প্রতিযোগিতা হবে। দক্ষিণাঞ্চলে খেলা শুরু হবে পয়লা সেপ্টেম্বর; উত্তরাঞ্চলে ৫ সেপ্টেম্বর এবং পশ্চিমাঞ্চলে ১১ সেপ্টেম্বর। ভারত সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি খেলো ইন্ডিয়ার মাধ্যমে মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতায় সহায়তা করতে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জুডো প্রতিযোগিতার মতো আরও একটি উদ্যোগ নিয়েছে।

জাতীয় রাউন্ডের আগে ৪টি অঞ্চলে এই প্রতিযোগিতা হবে। আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা হবে সকলের জন্য। প্রতিযোগিতা হবে সাব-জুনিয়রে ১২-১৫; ক্যাডেট গ্রুপে ১৫-১৭; জুনিয়র ১৫-২০ এবং সিনিয়র পর্যায়ে ১৫ ঊর্ধ্ব বয়সীদের জন্য। এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ক্রীড়া দপ্তর ১.৭৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৪৮.৮৬ লক্ষ টাকা পুরস্কার-স্বরূপ দেওয়া হবে। ২০২২-এর বার্মিংহাম কমনওয়েলথ গেমস্‌-এ রৌপ্য জয়ী সুশীলা দেবী বলেছেন, “এ ধরনের জুডো প্রতিযোগিতার পরিকল্পনা করা এবং দেশের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া এবং স্পোর্টস্‌ অথরিটিকে আমি ধন্যবাদ জানাই। এর ফলে, ভারতে জুডোর আরও প্রসার ঘটবে”।

নতুন দিল্লির কে ডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে অক্টোবর, ২০-২৩ তারিখে হবে জাতীয় রাউন্ডের খেলা।

PG/AP/SB



(Release ID: 1854417) Visitor Counter : 137